শিরোনাম
করােনা ভাইরাস পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে বিশেষ মানবিক সহায়তা বাস্তবায়ন নির্দেশিকা-২০২০ এর আলােকে জেলা কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বিস্তারিত
করােনা ভাইরাস পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে বিশেষ মানবিক সহায়তা বাস্তবায়ন নির্দেশিকা-২০২০ এর আলােকে জেলা কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জনাব কাজী কানিজ সুলতানা হেলেন, সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য; জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ খলিলুর রহমান; পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ্ব কাজী আলমগীর সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী করোনা পরিস্থিতিতে পটুয়াখালী জেলায় চলমান মানবিক সহায়তা কার্যক্রমের সার্বিক অবস্থা সভায় উপস্থাপন করেন। এসময় তিনি ত্রাণ কার্যক্রম সম্পর্কে উপস্থিত সকলের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শ মনোযোগ দিয়ে শুনেন। এবং সামনের দিনগুলোতেও যেন ত্রাণ কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায় এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। একইসাথে পটুয়াখালীবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ করেন।