পটুয়াখালী কোডেক ট্রেনিং সেন্টারে এনজিও সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ADAB, পটুয়াখালী শাখা কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী "আর্থিক ব্যবস্থাপনা" বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী
বিস্তারিত
আজ পটুয়াখালী কোডেক ট্রেনিং সেন্টারে এনজিও সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ADAB, পটুয়াখালী শাখা কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী "আর্থিক ব্যবস্থাপনা" বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রহিমা সুলতানা, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য, ADAB; জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ; বিভিন্ন এনজিও থেকে আগত প্রশিক্ষণার্থীবৃন্দ; সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শামসুন্নাহার, নির্বাহী পরিচালক, অনির্বাণ সমাজ উন্নয়ন সংস্থা।
অনুষ্ঠানের শুরুতেই জেলা প্রশাসক সকলকে "মুজিব বর্ষের" শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং শ্রদ্ধাভরে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সাথে তিনি আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।