জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 'কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি)' প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে ষান্মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিস্তারিত
আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 'কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি)' প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে ষান্মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মােঃ মতিউল ইসলাম চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ; উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ; ইএএলজি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর; ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ; ইউপি সচিববৃন্দ; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ হেমায়েত উদ্দিন, উপ-পরিচালক স্থানীয় সরকার, পটুয়াখালী।