তথ্য অধিকার সংকটে হাতিয়ার' প্রতিপাদ্যে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২০ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিস্তারিত
তথ্য অধিকার সংকটে হাতিয়ার' প্রতিপাদ্যে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২০ উদযাপন উপলক্ষে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব হেমায়েত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সবস্তরে দুর্নীতি দূরীকরণের একটি কার্যকর হাতিয়ার হলো তথ্য অধিকার আইন। তাই তিনি উপস্থিত সকলকে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন হওয়ার আহবান জানান।