সর্বস্তরে বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মের প্রযুক্তিকেন্দ্রিক উদ্ভাবনী শক্তি বিকাশে প্রতি বছরের ন্যায় এ বছরও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর-এর সহযোগিতায় জেলা প্রশাসন, পটুয়াখালী কর্তৃক ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ আয়োজন করা হয়েছে। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় রেখে পটুয়াখালী জেলায় এ বছর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে অনলাইন প্লাটফর্মে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে এবং এ প্রেক্ষিতে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে যার অ্যাড্রেসঃ ‘৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন, পটুয়াখালী জেলা’ (https://www.facebook.com/sciencefairpatuakhali/)। প্রয়োজনীয় তথ্য পাবার জন্য উক্ত পেজে সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ করা হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস