মান্যবর জেলা প্রশাসক মহোদয়ের জীবনালেখ্য
জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে পটুয়াখালী জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পটুয়াখালী জেলার জেলা প্রশাসক হিসেবে যোগদানের পূর্বে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিরীক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫ তম ব্যাচের সদস্য জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ২১ আগস্ট ২০০৬ তারিখে সহকারী কমিশনার হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীতে প্রথম যোগদান করেন। জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন আঠারো বছরের অধিক কর্মজীবনে মাঠ ও কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সহকারী কমিশনার হিসেবে তিনি জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর এবং জেলা প্রশাসকের কার্যালয়, পঞ্চগড়ে প্রায় ছয় বছর দায়িত্ব পালন করেন। তিনি সিনিয়র সহকারী কমিশনার হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুরে দায়িত্ব পালন করেন। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রায় দুই বছর সাত মাস ঝালকাঠী জেলার নলছিটি উপজেলায় কর্মরত ছিলেন। এ সময় তিনি সহকারী কমিশনার (ভূমি) এর অতিরিক্ত দায়িত্বও পালন করেন। পরবর্তীতে তিনি সিনিয়র সচিবের একান্ত সচিব হিসেবে ভূমি আপীল বোর্ড এবং জাতীয় সংসদ সচিবালয়ে কর্মজীবন অতিবাহিত করেন। উপসচিব হিসেবে পদোন্নতি পাওয়ার পর তিনি জাতীয় সংসদ সচিবালয়ে এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব হিসেবে জাতীয় সংসদে কর্মরত ছিলেন।
জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ১৯৮০ সালের ০১ এপ্রিল যশোর জেলার এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৯৫ সালে ঢাকার মনিপুর হাইস্কুল হতে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে ১৯৯৭ সালে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান এবং ইলেকট্রনিক্স বিভাগ থেকে ২০০২ সালে স্মাতক (অনার্স) এবং ২০০৩ সালে এমএস (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন। চাকরি জীবনে প্রশিক্ষণ ও বিভিন্ন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সদস্য হিসেবে জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ভারত, যুক্তরাষ্ট্র, সিংগাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ ভ্রমন করেন।
ব্যক্তিগত জীবনে জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এবং তার সহধর্মিনী নাজমা পারভীন মিথুন দুই পুত্র সন্তানের জনক ও জননী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস