Wellcome to National Portal

আইডিয়া প্রতিযোগীতা "প্রতিপাদ্যঃআমার চোখে জুলাই বিপ্লব"

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্কৃতি

 

পটুয়াখালী জেলায় সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য বিদ্যমান। এই অঞ্চলে লোকগীতি বিশেষ করে জারী ও ভাটিয়ালীর জন্য বিখ্যাত।  এই জেলায় নিম্নলিখিত সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন বিদ্যামান।

 

পটুয়াখালী সদর উপজেলায় ৩১টি সাংস্কৃতিক সংগঠন রয়েছে। যেমন পটুয়াখালী থিয়েটার, সবুজ সংঘ, শহীদ স্মৃতি পাঠাগার, পটুয়া সাহিত্য পরিষদ, সুন্দরম, লিখন সাহিত্য পরিষদ, বিকিরণ সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গন, প্রতিভা শিল্পী গোষ্ঠী, লেখক সমন্বয় পরিষদ, মুক্তপ্রাঙ্গণ, লেখক আড্ডা, কলকাকলী, লোকসংগীত একাডেমী ইত্যাদি। এছাড়া জাতীয় কয়েকটি সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের শাখা পটুয়াখালীতে বিদ্যমান। যেমন খেলাঘর, উদিচী শিল্পীগোষ্ঠী, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, নজরুল চর্চা কেন্দ্র, জাতীয় কবিতা পরিষদ, ইত্যাদি। কলাপাড়া উপজেলায় ০৫ টি এবং দশমিনা উপজেলায় ০৭ টি সাংস্কৃতিক সংগঠন রয়েছে। ০৬ আগস্ট ২০১১ থেকে পটুয়াখালীর শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চা, লালন পালন ও বিকাশে  ‘দখিনের কবিয়াল’ সুনামের সাথে কাজ করে যাচ্ছে।

 

শিল্পকলা একাডেমী হচ্ছে  এ জেলার সাংস্কৃতিক কর্মকান্ডের প্রাণকেন্দ্র। সংগীত, নাচ এবং চিত্র কর্মের ব্যাপক চর্চা ও প্রচলন রয়েছে। পটুয়াখালী বসবাসকারী করে বেশ কিছু উপজাতীয় নৃগোষ্ঠী যার মধ্যে মগ ও চাকমা উল্লেখযোগ্য। এছাড়া  রয়েছে কলাপাড়া উপজেলার রাখাইন পল্লী। এরা বিভিন্ন ধরনের পোশাক যেমন, তাতের কাপড়, কামিচ, শাড়ী, লুঙ্গী, গামছা ইত্যাদি তৈরি করে থাকে।