অবিভক্তভারতবর্ষে তৎকালীন ব্রিটিশ সরকারের শাসনামলে বিভাগীয় কমিশনার সার্কিটকোর্ট করার জন্য জেলায় যে ভবনে অবস্থান করতেন-সেটি সার্কিট হাউজ নামেপরিচিত। সার্কিট হাউজ বর্তমানে জেলা সফরে আগত রাস্ট্রীয় অতিথি, ভিভিআইপি ওভিআইপি কর্মকর্তাগণের সরফকালীন অবস্থানের সময় আবাসন হিসেবে ব্যবহৃত হয়।সার্কিট হাউজ ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব জেলা প্রশাসক এর উপর ন্যাস্ত।জেলা প্রশাসকের প‡ÿনেজারত ডেপুটি কালেক্টরেটের দায়িত্বে থাকেন ।পটুয়াখালীজেলায়সার্কিট হাউজটি শহরের প্রায় মধ্যস্থানে অবস্থিত । মনোরম প্রাকৃতিক পরিবেশেএকটি দ্বিতল ভবন নিয়ে পটুয়াখালী সার্কিট হাউজ গড়ে উঠেছে। সামনে প্রশস্তসবুজ চত্বরের মাঝখানে একটি বৃহৎ আকারের আমগাছ রয়েছে। এর পশ্চিম পার্শ্ব এবংসম্মুখভাগের ফুলের বাগান সার্কিট হাউজের নান্দনিকতা বাড়িয়ে দিয়েছে বহুগুণ।
সার্কিট হাউজের সাথে সার্বিক যোগাযোগ
নেজারত ডেপুটি কালেক্টর, পটুয়াখালী
মোবাইল- ০১৭৩৩৩৩৪১১১
তত্ত্বাবধায়কঃ জেলা নাজির, মোবাইল-01733334123
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস