Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

 

রাজধানী ঢাকা হতে পটুয়াখালীর সড়কপথে দূরত্ব ৩১৯ কি:মি:। স্থলপথ ও জলপথে পটুয়াখালীতে আসা যায়। নিম্নে এই দুটি পথে পটুয়াখালী আগমনের প্রাথমিক তথ্যাদি তুলে ধরা হলো:

 

সড়ক পথ: ঢাকার গাবতলী ও সায়েদাবাদ থেকে বাসযোগে পটুয়াখালী যাওয়া যায়। রুট দুটির একটি হলো ঢাকা-মাওয়া-বরিশাল-পটুয়াখালী এবং অন্যটি হলো ঢাকা-আরিচা-বরিশাল-পটুয়াখালী। ভাড়া ৪৫০ থেকে ৭০০ টাকার মধ্যে।

 

নদী পথে: সবচেয়ে আরামদায়ক ও কম খরচে ঢাকা থেকে পটুয়াখালী যাওয়া যায়। লঞ্চে সাধারণ যাত্রীদের ভাড়া ১০০-১৫০ টাকা এবং বিলাসবহুল যাত্রীদের জন্য কেবিন ভাড়া ১০০০ টাকা।