Wellcome to National Portal

আইডিয়া প্রতিযোগীতা "প্রতিপাদ্যঃআমার চোখে জুলাই বিপ্লব"

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মাজার ( ইয়ার উদ্দীন খলিফার মাজার)
স্থান

মির্জাগঞ্জ উপজেলা 

কিভাবে যাওয়া যায়

পটুয়াখালী থেকে বাইকে বা বাসে 

বিস্তারিত

ইয়ার উদ্দীন খলিফার মাজারটি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় অবস্থিত।  ইয়ার উদ্দীন খলিফা (রহ) তাঁর স্বজনদের হারানোর পর ফরিদপুর থেকে পটুয়াখালীতে এসেছিলেন । আনুমানিক বাংলা ১২২০ সালে তার জন্ম হয়েছিল ফরিদপুরের ধামসী গ্রামে। তিনি পটুয়াখালীতে আগমনের পর মানুষদের দ্বীনের কথা শোনাতেন। ঐ সময় তিনি মির্জাগঞ্জ বন্দরে একটি দোকান দেন। এছাড়া তিনি টুপি সেলাই করেও বিক্রি করতেন। এজন্য লোকেরা তাকে খলিফা বলে ডাকত। তিনি মানুষকে অত্যন্ত বিশ্বাস করতেন। দোকানের মালামাল মানুষ মেপে নিয়ে তাঁকে টাকা পরিশোধ করত। লোকশ্রুতি আছে, তার অনেক কেরামতের কথা জানা যায়। তাকে মানুষ স্বচ্ছ পানির উপর দিয়ে হেঁটে যেতেও দেখেছেন। বাংলা ১৩২৮ সালে তিনি ইন্তেকাল করেন মির্জাগঞ্জে। সেখানেই তাকে দাফন করা হয়। বর্তমানে সেখানে তার মাজার, মসজিদ, স্কুল, পাঠাকার, হাসপাতাল প্রভৃতি গড়ে উঠেছে। তাঁর মাজারে প্রতি বছর ২৪ ও ২৫ ফাল্গুন মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে লক্ষাধিক লোকের সমাগম ঘটে। এছাড়া প্রতিদিন হাজার ভক্ত আসেন মাজার জিয়ারত করতে।