কলাপারা উপজেলা তে
কলাপারা উপজেলার হসপাতালের বিপরীতে
১৯৬৯ সালে কলাপাড়া উপজেলা সদরে ১০ একর ৪০ শতাংশ জমির উপর প্রথমে কনভেনশনাল রাডার স্টেশন স্থাপিত হয়। তখন থেকেই এটি গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) ১-গ শ্রেণীভুক্ত ছিল। পরবর্তীতে কনভেনশনাল রাডারের প্রযুক্তিগত কার্যকারিতা কমে গেলে পুরনো স্থাপনা ভেঙ্গে ২০০৮ সালে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ডপলার রাডার স্থাপন করা হয় এবং গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) ১-খ শ্রেণীভুক্ত করা হয়।
খেপুপাড়া রাডার স্টেশনটি তার অবস্থান থেকে ব্যাসার্ধের মধ্যে সব ধরনের আবহাওয়ার তথ্য, উপাত্ত ও চিত্র প্রদান করে থাকে। উপকূলীয় এলাকায় স্থাপিত এই অত্যাধুনিক মিটিওরলজিক্যাল ডপলার রাডার স্টেশনটির মাধ্যমে বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস