Wellcome to National Portal

আইডিয়া প্রতিযোগীতা "প্রতিপাদ্যঃআমার চোখে জুলাই বিপ্লব"

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
খেপুপাড়া ডপলার রাডার স্টেশন, কলাপাড়া
স্থান

কলাপারা উপজেলা তে 

কিভাবে যাওয়া যায়

কলাপারা উপজেলার হসপাতালের বিপরীতে 

বিস্তারিত

১৯৬৯ সালে কলাপাড়া উপজেলা সদরে ১০ একর ৪০ শতাংশ জমির উপর প্রথমে কনভেনশনাল রাডার স্টেশন স্থাপিত হয়। তখন থেকেই এটি গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) ১-গ শ্রেণীভুক্ত ছিল। পরবর্তীতে কনভেনশনাল রাডারের প্রযুক্তিগত কার্যকারিতা কমে গেলে পুরনো স্থাপনা ভেঙ্গে ২০০৮ সালে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ডপলার রাডার স্থাপন করা হয় এবং গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) ১-খ শ্রেণীভুক্ত করা হয়।

 খেপুপাড়া রাডার স্টেশনটি তার অবস্থান থেকে   ব্যাসার্ধের মধ্যে সব ধরনের আবহাওয়ার তথ্য, উপাত্ত ও চিত্র প্রদান করে থাকে। উপকূলীয় এলাকায় স্থাপিত এই অত্যাধুনিক মিটিওরলজিক্যাল ডপলার রাডার স্টেশনটির মাধ্যমে বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে।