রাঙাবালী উপজেলা
রাঙাবালী উপজেলা থেকে বাইকে বা পটুয়াখালী থেকে লঞ্চ বা ট্রলারে
বাংলাদেশের সর্বদক্ষিণে সমুদ্রের কোল ঘেঁষে রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের সমুদ্রপাড়ে জেগে থাকা ‘জাহাজমারা’ সমুদ্র সৈকত। প্রকৃতির অপার সৌন্দর্য নিয়ে জেগে আছে নয়নাভিরাম এই কুমারী দ্বীপ। এই দ্বীপে রয়েছে সবুজের মনোরম সমারোহ। ৫০০ একর বিস্তীর্ণ বনভূমিতে রয়েছে কেওড়া, ছইলা, গেওয়া, বাবলাসহ বিভিন্ন প্রজাতির গাছ ও পাখি। দূর থেকে দেখলে মনে হবে সাগরের বুক চিরে জেগে উঠছে এক সবুজ বনভূমি।
রাঙ্গাবালী উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এ দ্বীপের অবস্থান। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে দক্ষিণ-পশ্চিমে এটির দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। পর্যটন মৌসুমে কিছু ট্রলার পর্যটকদের নিয়ে জাহাজমারায় যাতায়াত করে। কুয়াকাটা থেকে এসব স্থানে ট্রলারে যাতায়াতের সুযোগ রয়েছে। সড়ক পথে রাঙ্গাবালী উপজেলা সদর থেকে জাহাজমারা সৈকতে যাতায়াতের সুযোগ রয়েছে। নৈসর্গিক সৌন্দর্যের আকর্ষণে নানা প্রতিকূলতা ডিঙিয়ে পর্যটকেরা জাহাজমারা সৈকতে আসেন যান্ত্রিক কোলাহলমুক্ত প্রাকৃতিক সৌন্দর্যের নকশীকাঁথার টানে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস